| |
               

মূল পাতা ইসলাম ১০ জুন | আজকের নামাযের সময়সূচি


১০ জুন | আজকের নামাযের সময়সূচি


রহমত নিউজ     10 June, 2024     10:51 AM    


নামায ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রত্যেক মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ফরজ। কিয়ামতের দিন প্রথম নামাযের হিসাব নেয়া হবে। তাই মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামায গুরুত্বের সাথে আদায় করে থাকেন। নামায আদায় করার জন্য নামাযের সময়সূচি জানা থাকাও জরুরি। চলুন জেনে নেই আজকের নামাযের সময়সূচি।

আজ সোমবার, ১০ জুন, ২০২৪ (২৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ বাংলা, ৩ জিলহজ, ১৪৪৫ হিজরি)।

দেখে নিন ঢাকা ও এর আশপাশের এলাকার নামাজের সময়সূচি–

জোহর: ১১:৫৯-৪:৩৭ মিনিট
আসর: ৪:৩৮-৬:৪৪ মিনিট
সূর্যাস্ত: ৬:৪২-০৬:৪৫ মিনিট
মাগরিব: ৬:৪৮-৮:১২ মিনিট
এশা: ৮:১৩-৩:৩৮ মিনিট
  
মঙ্গলবার (১১ জুন)
 
ফজর: ৩:৪৩-৫:১০ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৩:৩৮ মিনিট
সূর্যোদয়: ০৫:১১-৫:২৫ মিনিট
ইশরাক: ৫:২৬-১১:৫২ মিনিট
চাশত: ৮:৩৯-১১:৫২ মিনিট
 
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে।

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট

যোগ করতে হবে

খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট